Muktokolom

কলমের স্পর্শে শুদ্ধ হোক পৃথিবী

চলুন, করতালি দেই
——– মেহেদী হাসান তামিম

“দিনেদিনে মানুষেরা নেয় নির্বাসন
জায়গা করে দখল
বড় বড় চেতনার বুলি আওড়ানো
বোধের ব্যবসায়ীগণ।”

আসুন, নাচ গান বিতর্ক অভিনয় আবৃত্তি লেখালিখি উপস্থাপনা বাদ্যবাজনা অঙ্কন এসবের কথা আলবত ভুলে যাই। সবচেয়ে ভালো হয় যদি শিকেয় তুলে রাখতে পারেন।

নিজের ঢোল সুকৌশলে বাজিয়ে সকলকে শোনানোই এখন এ সমাজে সবার বড় শিল্প। আর যিনি সেটা সবচেয়ে বেশী ভালো করে পারেন, জায়গা বেজায়গা সবজায়গায় পারেন, তিনিই সবচেয়ে বড় শিল্পী।
জনাব, চেয়ার থেকে একটু উঠে দাঁড়ান না! চলুন, সেই মহান শিল্পীর উদ্দেশ্যে টুপিখোলা এক বিশাল করতালি দেই।
৬/১১/১৭

শেয়ার করুন

১ টি মন্তব্য

মন্তব্য করুন

মন্তব্য করুন

Muktokolom © 2017 রুদ্র আমিন