Muktokolom

কলমের স্পর্শে শুদ্ধ হোক পৃথিবী

অব্যক্ত চিরকুট ০৬ [] সুমন মহন্ত

আমি আছি সেই নগরীতে,
যেখানে কতশত ফুল অঙ্কুরিত হয়ে ফুটে;
সময়ের কাঁটা দ্রুত গতিতে ছুটে চলে;
ঝরে যায় কিছু স্বপ্ন, নতুন সূর্য উঠে;
জমানো থাকে কতশত স্মৃতি।

আমি আছি সেই নগরীতে,
যেখানে সবার আপন দুঃখ রয়েছে গোপন;
একাকিত্বের যাতনায় নির্মম দিন যাপন;
কর্তব্য করছে ব্রত পালন, ইচ্ছের অপহরণ;
মূল্যহীন সমস্ত নিজস্ব সম্মতি।

আমি আছি সেই নগরীতে,
স্বার্থপর বিবেকের জয় আবেগের মৃত্যু হয়;
ব্যর্থতার উপমা রচনায় কলমের ক্ষয়;
কাগজের টুকরো পরিপূর্ণ ডাস্টবিন,
নতুন শিরোনামের খোঁজে, নগরী ত্যাগে চাই অনুমতি।

শেয়ার করুন
আপডেট : জানুয়ারী ৮, ২০১৮ — ২:৪৪ অপরাহ্ন

৫ টি মন্তব্য

মন্তব্য করুন
  1. লেখা প্রকাশ করার সময় কোথায় শিরোনাম আর কোথায় বডির লেখা দিতে হয় সেটা খেয়াল করা উচিত। শিরোনামে যদি পুরো লেখা দেয়া হয় তবে ক্যামন হয় বলুন তো?

    1. সব ঠিক ছিল পোষ্ট করার পর এমন হয়েছে
      বুঝতে পারিনি।

      1. আপনি শিরোনামের ঘরে আপনার লেখা প্রকাশ করেছিলেন, শিরোনামে শিরোনাম দিবেন আর বডিতে বাকি লেখাগুলো দিবেন..

মন্তব্য করুন

Muktokolom © 2017 রুদ্র আমিন