Muktokolom

কলমের স্পর্শে শুদ্ধ হোক পৃথিবী

সুখের সংলাপ

আমরা আজকাল কেন যে উন্নাসিক
যেন ভুলে গেছি হাসতে
যেন ভুলে গেছি ভাবতে 
যেন হয়েছি আত্মকেন্দ্রিক বৈষয়িক।

সদাই মুখভরা মেঘের কালো ছায়া
মুখে নেই নির্মল হাসি
না কাউকে যে ভালোবাসি
হৃদয় কঠিন,নেই প্রম স্নেহ মায়া।

তোমার মৃদু হাসি দিতে পারে আনন্দ
ছড়াতে পারে সে সুগন্ধ
যাদের হৃদয় চোখ অন্ধ
হারিয়েছে যারা ধরায় জীবন ছন্দ।

এ হাসি কিনতে,না অর্থের দরকার
বিলায় শুধু ভালোবাসা
যারা হতাশ দেয় আশা
দেয় প্রশান্তি যেথায় দৈন্য হাহাকার।

তোমার হাসি যেন সে ফুটন্ত গোলাপ
বহায় শুধু শান্তি বন্যা
যেমন সে আনন্দ ঝর্ণা
যেন এ দুস্থ হৃদয়ে সুখের সংলাপ।

শেয়ার করুন
আপডেট : অক্টোবর ২৮, ২০১৭ — ১১:৪৭ অপরাহ্ন

৪ টি মন্তব্য

মন্তব্য করুন
  1. অনেকদিন পর পেলাম ভালো লাগছে ভাই…

    1. অসংখ্য ধন্যবাদ ভাই রুদ্র আমিন। শুভ কামনা সব সময়।

  2. সুন্দর একটি লেখা। নিয়মিত পাশে পেলে ভালো লাগবে আমাদের।

    1. অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভেচ্ছা।

মন্তব্য করুন

Muktokolom © 2017 রুদ্র আমিন