সুধী, শুভেচ্ছা নিন। আপনারা জেনে আনন্দিত হবেন, রাইটার্স ফাউন্ডেশন(রাফা) আগামী ১২ জানুয়ারি ২০১৮, শুক্রবার বিকেল ৩:৩০ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ২য় তলার মিলনায়তনে ‘মুক্তকলম’ ব্লগের উদ্বোধন ও ‘১ম প্রতিষ্ঠাবার্ষিকী’ উদযাপন করবে।
উদ্বোধকঃ কবি কাজী রোজী এম.পি।
প্রধান অতিথিঃ জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা
প্রধান আলোচকঃ বাবু ছবি বিশ্বাস এম.পি
বিশেষ অতিথিঃ কবি আসলাম সানী
ড. তাজুল ইসলাম
কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম
কবি সরকার মাহবুব
কবি ও গবেষক ড. মোস্তাকুল হক
কবি ও সম্পাদক ড. সৈয়দ রনো
কবি মাহবুব খান
ড. কল্যাণ চক্রবর্তী
কথা সাহিত্যিক মনি হায়দার
কবি সৈকত মাহমুদ
কবি টিপু রহমান
সাংবাদিক গিয়াস আহমেদ
কবি ড. মুতাকাব্বির মাসুদ
কবি সাখাওয়াৎ ভুঁইয়া
কবি ফয়জুর রহমান
কবি হারুন অর রশিদ
কবি মঞ্জুরুল হক তারা
আবৃত্তিঃ
বদরুল আহসান খান
মাসুম আজিজুল বাশার
সাফিয়া খন্দকার রেখা
সভাপতিঃ কবি হাফিজ রহমান
উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য কবি, সাহিত্যিক, সাংবাদিকগণ উপস্থিত থাকবেন। রাইটার্স ফাউন্ডেশন(রাফা) এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক নিমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবান্ধব উপস্থিতি আশা করছি।
ধন্যবাদান্তে,
মানিক মোহাম্মদ ওমর,
চেয়ারম্যান,
রাইটার্স ফাউন্ডেশন (রাফা)।