Muktokolom

কলমের স্পর্শে শুদ্ধ হোক পৃথিবী

মুক্তকলম কী? কাদের জন্য? মুক্তকলমের লক্ষ্য ও উদ্দেশ্য কী কী?

মুক্তকলম কী?
মুক্তকলম একটি বাংলা ব্লগ। পৃথিবীর সকল বাঙালির জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরির জন্য কাজ করছে মুক্তকলম।
এখানে আপনি আপনার লেখালেখির পূর্ণাঙ্গ চর্চা চালিয়ে যেতে পারেন। মুক্তকলমের নীতিমালার পরিপন্থী কিছু না করলে মুক্তকলম আপনার জন্য নিবেদিত।

মুক্তকলম যাদের জন্যঃ
মুক্তকলম তাঁদের জন্য যারা বাক স্বাধীনতায় বিশ্বাসী, যারা সচেতন এবং শিল্পকলা পছন্দ করেন। তাঁদের জন্য এই প্ল্যাটফর্ম নিষিদ্ধ যারা ধর্মীয় অন্ধতা ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়। ধর্ম যার যার বিশ্বাসের ব্যাপার। তাই ধর্মীয় উগ্রতা ছড়ানো অথবা কারো ধর্মানুভূতিতে আঘাত করার জন্য মুক্তকলম সুযোগ দেবে না।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১। মুক্তকলম বাংলায় লেখালেখির একটি মাধ্যম যাকে ব্লগ বলা হয়ে থাকে। এই মাধ্যম তামাম পৃথিবীর সকল বাঙালির জন্য উন্মুক্ত। কাঁটাতার ভাগ করেছে দেশ,তবু ভাগ হয়নি ভাষা-ভালোবাসা আর সংস্কৃতি। কাঁটাতারহীন অনলাইনে তাই মিলে যেতে চাই বাংলা ভাষাভাষী প্রাণের মানুষদের সাথে।
২। আমরা বাক স্বাধীনতার কথা সব সময় শুনে এসেছি। মুক্তকলম সেই বাক স্বাধীনতাকে সম্মান জানিয়ে আপনাদের জন্য প্রতিষ্ঠা করেছে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্লগ।
৩। আমরা বিভিন্ন সময় নানাভাবে মননশীল ব্লগার তথা লেখকদের তুলে নিয়ে এসে সম্মানিত ও পুরস্কৃত করতে চাই। তাই মুক্তকলম প্রতিবছর ৩ জন সেরা ব্লগারকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। ১লা জানুয়ারি ২০১৮ থেকে বছর গণনা শুরু হবে। প্রতি বছর ৩১ ডিসেম্বর সেরা তিন ব্লগারের নাম ঘোষণা করা হবে।
৪। মুক্তকলমের তত্ত্বাবধানে একটি জাতীয় মানের মাসিক ম্যাগাজিন প্রকাশের প্রস্তাবনা নিয়ে ভাবছে পরিচালনা পর্ষদ। সেখানে তরুণ ও মেধাবী লেখকদের তুলে ধরবে মুক্তকলম।

শেয়ার করুন

৮ টি মন্তব্য

মন্তব্য করুন
 1. কলমের স্পর্শে শুদ্ধ হোক পৃথিবী।
  এই স্লোগানকে সঙ্গী করে রাফা একদিন এগিয়ে সাফলের চুড়ান্ত শিখরে।

 2. কলমের স্পর্শে শুদ্ধ হোক পৃথিবী।
  এই স্লোগানকে সঙ্গী করে রাফা
  একদিন এগিয়ে সাফল্যে চুড়ান্ত
  শিখরে।
  রাফাই হবে একদিন সাহিত্য অঙ্গনে একমাত্র আলোকদীপ্ত নাম। সাহিত্য এবং মানবতা যার একমাত্র মূখ্য উদ্দেশ্য।
  শুভ কামনা রাফার জন্য।

 3. রাফার কার্যক্রম কে স্বাগত জানাই
  রাফার সাফল্য কামনা করি
  —- কলমের স্পর্শে শুদ্ধ হোক পৃথিবী

 4. জয় নারায়ণ ভট্টাচার্য্য

  রাফার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হউক এই শুভ কামনা।

  কলম চলুক সত্য,সুন্দর ও সৃষ্টির লক্ষে।

 5. বেশ ভালো উদ্দ্যোগ বলে মনে করি। এগিয়ে যাক আগামীর পথে সেই প্রত্যাশা করি।

 6. শত ঝড় আসবে, আসতে দাও
  একসময় নিজেই চলে যাবে।
  হার ছেড়োনা বন্ধু তোমরা,
  বরং কলম চালাও জোরে
  তোমার আমার দেখা হবে –
  মুক্তকলম ব্লগে।

  অসাধারণ গঠনমূলক এ ধরনের প্রয়াস অব্যাহত থাকুক।

 7. ভালো উদ্দ্যোগ। এগিয়ে যাক চুড়ান্ত শিখরে এই কামনা সব সময়।

মন্তব্য করুন

Muktokolom © 2017 রুদ্র আমিন